• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

স্ত্রীর মামলায় সাবেক এসআই কারাগারে


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০৬:২৮ পিএম
স্ত্রীর মামলায় সাবেক এসআই কারাগারে

যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা প্রচেষ্টা মামলায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সাবেক এসআই সোবহান মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আব্দুস ছালাম খান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ১৫ ডিসেম্বর সোবহানের দ্বিতীয় স্ত্রী বিনতে ফাকের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোমিনুল ইসলাম বলেন, গত ৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক লুৎফর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১৩ সেপ্টেম্বর আদালত সোবহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গ্রেপ্তরি পরোয়ানা জারি করেন। এরপর তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন লাভ করেন। বুধবার আদালতে তার আত্মসমর্পণ করার দিন ছিল। কিন্তু তিনি সেদিন আদালতে উপস্থিত হননি। বৃহস্পতিবার সকালে তিনি সশরীরে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!