বিস্ফোরক মামলায় শরীয়তপুর সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত নভেম্বর মাসের ১১ তারিখ ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশ থেকে ১০টি ব্যাগভর্তি ১২৩টি ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে রোববার দুপুর ১টার দিকে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে ডামুড্যা ও পালং মডেল থানার পুলিশ। পরে বাচ্চু বেপারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ধানকাঠি এলাকায় ১২৩টি ককটেল পাওয়া গিয়েছিল। এঘটনার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।