• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

নেত্রকোনার সাবেক মেয়র ও আ.লীগ নেতা বিমানবন্দরে আটক


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৬:১১ পিএম
নেত্রকোনার সাবেক মেয়র ও আ.লীগ নেতা বিমানবন্দরে আটক
নজরুল ইসলাম খান। ফাইল ফটো

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানকে আটক করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তিনি এ তথ্য জানান।

ফয়েজ আহমেদ জানান, বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টাকালে ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ সাবেক এই মেয়রকে আটক করেন। তাকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা রয়েছে।

সাবেক মেয়র নজরুল ইসলাম খান শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি উকিলপাড়া এলাকার বাসায় বসবাস করতেন। তিনি আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্বাস আলী খানের ছেলে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!