• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাবেক এমপি সুজনের রিমান্ড ও জামিন বাতিল, ডিম নিক্ষেপ


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৪:৫৯ পিএম
সাবেক এমপি সুজনের রিমান্ড ও জামিন বাতিল, ডিম নিক্ষেপ

হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহার ইসলাম সুজনের জামিন ও ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক রমেশ কুমার ডাগা এই আদেশ দেন।

এদিকে আদালতে তোলার সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কোর্ট চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

অন্যদিকে শুনানি শেষে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন উত্তেজিত জনতা। পরে দ্রুত প্রিজন ভ্যানটি ছেড়ে যায়।

তবে বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

আসামি পক্ষের আইনজীবী সোহরাব হোসেন জানান, হত্যা মামলার আসামি হিসেবে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে আদালতে তোলা হয়। আজ রিমান্ডের শুনানি ছিল। আদালত ন্যায় বিচারের স্বার্থে রিমান্ড ও জামিন না মঞ্জুর করে তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Link copied!