সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক আর নেই


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৯:৩৫ এএম
সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক আর নেই
মোজাম্মেল হক

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মোজাম্মেল হক (৬৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে গুরুদাসপুর পৌর এলাকায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।

গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ শেষে গুরুদাসপুর উপজেলা বিএনপি নেতা আয়নাল হকের জানাজায় অংশগ্রহণ করেন মোজাম্মেল হক। এরপর বৃহস্পতিবার সারাদিন তিনি নিজ বাড়িতেই ছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ তার মৃত্যুর সংবাদ পান।

মোজাম্মেল হকের মৃত্যুর সময় তার পরিবারের কোনো লোকজন বাসায় ছিলেন না। মৃত্যুর সংবাদ পেয়ে স্ত্রী-সন্তান রাতেই গুরুদাসপুরে আসেন।

মোজাম্মেল হক বিএনপির প্রার্থী হিসেবে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯১ সালের পঞ্চম, জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে আওয়ামী লীগের মো. আব্দুল কুদ্দুসের কাছে পরাজিত হন তিনি।

মোজাম্মেল হকের বড় ছেলে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল জানান, শুক্রবার জুমার নামাজের পর গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে ঢাকায় নেওয়ার পর মিরপুর শাহ আলী (রা.) মাজার শরীফে বাদ এশা তার দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

Link copied!