• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬

ভারতে যাওয়ার সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেপ্তার


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৮:৪২ এএম
ভারতে যাওয়ার সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেপ্তার

ঝিনাইদহ থেকে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে।  

রোববার (৬ অক্টোবর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মহেশপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তিনি ২০২৪ সালে ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন।

এদিকে এর আগে রোববার আরেক আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকেও রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সাবের হোসেন চৌধুরী ২০০৮–২৪ সময়কালে ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতিও। এছাড়া তিনি বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের অন্তত ৪৭ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Link copied!