• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

সাবেক বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৬:৫৯ পিএম
সাবেক বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। ছবি : সংগৃহীত

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৪ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে মানিককে সিলেট মহানগর হাকিম-২-এর বিচারক আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি।

[96182

শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক‍্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!