অস্ত্রের মহড়া

সাবেক কাউন্সিলর আফতাব কারাগারে


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৩:০৩ পিএম
সাবেক কাউন্সিলর আফতাব কারাগারে

সিলেট সিটি করপোরেশনে নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে অস্ত্রের মহড়া দেওয়ার কারণে সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে দুপুরে আফতাব আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।

আদালত সূত্রে জানা যায়, নির্বাচনকালীন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আফতাব হোসেন খানের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বাদী হয়ে আফতাব হোসেন খানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি। সোমবার আদালতে এসে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

অ্যাডভোকেট জুবায়ের বখত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!