ফরিদপুরের সদরপুরে সরকারি সড়কের পাশ থেকে গাছ চুরির অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে কাটা গাছ জব্দ করেছে সদরপুর থানায় হেফাজতে নেয় পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে মোস্তফা মৃধাকে ফরিদপুর আদালতের হাজতে সোপর্দ করেছে থানা-পুলিশ। এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে মোস্তফার বিরুদ্ধে সড়ক থেকে সরকারি গাছ চুরির অভিযোগে মামলা করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. জাহিদ হোসেন।
স্থানীয়রা জানান, মোস্তফা মৃধার নেতৃত্বে সোমবার দুপুর থেকে ঢেউখালী ইউনিয়নের বালিয়াহাটি আঞ্চলিক সড়কের চরডুবাইল এলাকায় গাছ কাটা শুরু হয়। তাদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে ওই সড়কটির পাশে সরকারিভাবে চাম্বুল ও রেইনট্রি গাছ লাগানো হয়। পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কটির সৌন্দর্যবর্ধনেও ভূমিকা রাখছে এসব গাছ। কিন্তু কোনোপ্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই এসব গাছ কাটছেন মোস্তফা মৃধা। এক দিনে গাছ কাটা হয়েছে চারটা।
স্থানীয়রা তাদের বাধা দিতে গেলে সব মহলকে ম্যানেজ করে এসব গাছ কাটা হচ্ছে বলে জানিয়েছেন মোস্তফার লোকজন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ ঘটনা সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুবানা তানজিনকে ব্যবস্থা নিতে বলেন।
এলাকাবাসীর অভিযোগ, ঢেউখালী ইউনিয়নের সাবেক এই প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধা ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বিগত সময়ে এমপি নিক্সনের ছত্রছায়ায় পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনাসহ এলাকায় জোর জুলুমের অভিযোগ রয়েছে। মোস্তফার বিরুদ্ধে বালুমহালের মামলাও রয়েছে।
এ ছাড়া ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তার নাম রয়েছে।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
সদরপুর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রুবানা তানজিন জানান, প্রথমে তাকে নিষেধ করা হয়েছিল। তিনি জোরপূর্বক গাছ কর্তন করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।