• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

উপদেষ্টার হস্তক্ষেপে গাজীপুরে বনভূমি দখলমুক্ত


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৬:২৯ পিএম
উপদেষ্টার হস্তক্ষেপে গাজীপুরে বনভূমি দখলমুক্ত
অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গাজীপুরের চন্দ্রা বন বিটের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

এ সময় র‍্যাবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা।

গত ১৪ আগস্ট গাজীপুরের চন্দ্রা বিটের কালামপুর মৌজার গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করার চেষ্টা করা হয়। বনবিভাগ নির্মাণাধীন বিশালাকার মার্কেট নির্মাণ কাজে বাধা দিলে জবরদখলকারীরা বনকর্মীদের আক্রমণ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

সোমবার সবার সহযোগিতায় সমৃদ্ধ এ বনভূমি অবৈধ দখলমুক্ত করার পর গাছের চারা লাগিয়েছে বন বিভাগ।

Link copied!