কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। ঘন কুয়াশার কারণে দিনেও হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এবার আগেভাগেই শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঘর থেকে বের হতে পারছেন না বৃদ্ধ ও শিশুরা।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রিকশাচালক আমিনুল হক বলেন, “আজ বছরের প্রথম সর্বোচ্চ ঠান্ডা পড়েছে। কনকনে ঠান্ডার কারণে রিকশা চালাতে কষ্ট হচ্ছে।”
দিনমজুর আলম মিয়া বলেন, “যেভাবে শীত নামছে বাহে তাতে টেকা দুস্কর। গাত দেওয়ার মতো গরম কাপড় নাই। ছেড়া জাম্পার পরি বের হইছি কাজে যাওয়ার জন্য। শীত এলেই হামার কস্ট বাড়ি যায়।”
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, চলতি বছর শীতার্ত মানুষের জন্য জেলায় ৪৫ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শীতের প্রতিকূল পরিবেশে ছিন্নমুল মানুষকে রক্ষায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।