• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০২:১০ পিএম
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

ঘূর্ণিঝড় মোখার কারণে দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল পৌনে ৭টায় আরব আমিরাতের শারজা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানতে নামে।

বিমানবন্দরের ব্যবস্থাপক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, “আন্তর্জাতিক রুটের একটি বিমান পৌনে ৭টায় শাহ আমানতে নেমেছে। এরপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমানের যাওয়া-আসা শুরু হয়।

রোববার (১৪ মে) রাত থেকে ঘূর্ণিঝড় মোকার সতর্কসংকেত কমার পর বিমানবন্দর সচলে কাজ শুরু করে কর্তৃপক্ষ। বিমানবন্দরের রানওয়েগুলো বিমান ওঠানামার উপযোগী করা হয়।

এর আগে মোখার সতর্কতার পরিপ্রেক্ষিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে বিমানের উড়ান বন্ধ করে দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের সতর্কসংকেত নামার পর রোববার সন্ধ্যার পর থেকে বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়।

Link copied!