• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪, ০১:৩৭ পিএম
সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। ছবি প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। এতে বেসরকারি বিমান সংস্থার তিনটি ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে ফ্লাইট বাতিলের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টা পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি।

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ৬০০ মিটার, যা ফ্লাইট ওঠানামার জন্য যথেষ্ট নয়। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে।

লোকমান হোসেন আরও বলেন, ঘন কুয়াশা কেটে যেতে বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। এ ছাড়া এ অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৯৩ শতাংশ।
 

Link copied!