• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

কৃষক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৮:০১ পিএম
কৃষক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জে চাঞ্চল্যকর কৃষক তোতা মিয়া হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দুইজনকে যাবজ্জীবন ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মৃত আলফু মিয়ার ছেলে সিজিল মিয়া ও বশির আহমেদ ভিংরাজ, মৃত চেরাগ আলীর ছেলে জিতু মিয়া, মৃত ফজল হোসেনের ছেলে শাহ আলম এবং মৃত ছুরুক মিয়ার ছেলে ফজল মিয়া।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন মৃত আলফু মিয়ার ছেলে ইউনুছ মিয়া ও মৃত আ. ছোবহানের ছেলে আব্দুল্লাহ মিয়া।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাক গ্রামে সরকারি রাস্তার পাশে ড্রেন করা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে তোতা মিয়া নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। ঘটনার পরদিন নিহতের বড় ছেলে আব্দুল কাইয়ুম বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। তৎকালীন সদর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ৪ মে ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ নয় বছর পর রায় ঘোষণা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নুরুজ্জামান এ রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নিহত কৃষক তোতা মিয়ার পরিবার এতে সন্তুষ্ট।

Link copied!