রাজশাহীর বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ৭ কারখানাকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে, মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চকসিংগা পাঁচপড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩ হাজার ৬০০ কেজি ভেজাল গুড়, ৫ কেজি চুন, ৩ কেজি হাইড্রেস, ৬ কেজি সোডা, ১২ কেজি ডালডা, ৪ কেজি রং, ৩ কেজি ফিটকিরি ও ৫৫০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দের পর জনসমক্ষে এসব পণ্য ধ্বংস করা হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, “কিছু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাটবাজারে বিক্রি করে আসছিলেন। সেই সঙ্গে গুড়ের রং উজ্জ্বল করতে মেশানো হতো বিষাক্ত কেমিক্যাল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিকদের নগদ ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।”