• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, ৫ লাখ টাকার ক্ষতি


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০৩:১০ পিএম
পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, ৫ লাখ টাকার ক্ষতি
পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামে মাছের সঙ্গে শক্রতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৬ মার্চ) থানায় মাছ নিধনের ঘটনায় পুকুর মালিক একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিয়েছেন।

এর আগে, সোমবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উত্তর শিবপুর গ্রামের মো. হাশেম শেখের শিবপুর মাঠে দুই একর জমিতে খনন করা একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ বিষের কারণে মরে ও পঁচে পানির ওপরে ভাসছে।

মো. হাশেম শেখ বলেন, সোমবার রাতে কে বা কারা রাতে-আঁধারে পুকুরে বিষ দেয়। মঙ্গলবার সকালে আমার প্রতিবেশী পুকুরে মরা মাছ ভাসতে দেখে খবর দিলে পুকুরে গিয়ে দেখি পুকুরে থাকা ছোটবড় সকল মাছ মরে ভেসে উঠেছে। প্রায় ৫ লাখ টাকার মাছ মারা গেছে। মাছ মারার ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, গত বছর এই সময় এই পুকুরে বিষ দিয়ে ৭ থেকে ৮ লাখ টাকার মাছ মেরে ফেলেছিল।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, “পুকুরে বিষ দিয়ে মাছ মারার কোনো ঘটনা আমাদের জানানো হয়নি। খোঁজখবর নিয়ে দেখছি।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত থানায় কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!