• ঢাকা
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৬:৫৫ পিএম
সাতক্ষীরায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইদুল ইসলাম (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার শহর আলীর ছেলে।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম শরীরে জ্বর নিয়ে ১৮ নভেম্বর বিকাল ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর বুধবার ভোরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম সাতক্ষীরায় এক জনের মৃত্যু হয়েছে। এদিকে নভেম্বর মাসে ডেঙ্গু উপসর্গ নিয়ে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়ে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানস কুমার মণ্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

Link copied!