• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

৯৯৯-এ ফোন, ড্রেনে আটকে পড়া গরু উদ্ধার করল ফায়ার সার্ভিস


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০৭:২২ পিএম
৯৯৯-এ ফোন, ড্রেনে আটকে পড়া গরু উদ্ধার করল ফায়ার সার্ভিস

পাবনা শহরের চক ছাতিয়ানি এলাকায় ড্রেনে আটকে পড়া একটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় গরুটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে পাবনা-পাকশী আঞ্চলিক সড়করে চক ছাতিয়ানি পানি উন্নয়ন বোর্ডের সামনে ড্রেনের পাশ দিয়ে একটি গরু যাওয়ার সময় হঠাৎ গরুটি ড্রেনের মধ্যে পড়ে পাইপে আটকে যায়। স্থানীয়রা গরুটিকে বেশ কিছুক্ষণ উদ্ধার করার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে ৯৯৯-এ ফোন দিলে খবর পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গরুটি উদ্ধার করেন।

এ বিষয়ে পাবনা সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, ফোনের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়দের মাধ্যমে দ্রুত গরুটি উদ্ধার করি। তবে গরুটি মালিককে পাওয়া যায়নি।

Link copied!