• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের উদ্ধারে স্বজনদের আহাজারি


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ১১:৩২ এএম
শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের উদ্ধারে স্বজনদের আহাজারি

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীর স্বজন এবং হাসপাতালের লোকজন। রোগীদের উদ্ধারে আহাজারি করছেন স্বজনরা।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, ঘটনার পর থেকে মেডিসিন ভবনের সামনে ভিড় করেন উৎসুক জনতা ও রোগীদের স্বজনরা। অনেক স্বজন রোগীদের উদ্ধারে আহাজারি করছেন। অনেকে আবার ছোটাছুটিও করছেন। আনসার সদস্য এবং হাসপাতালের সংশ্লিষ্টরা রোগীদের উদ্ধার করে ভবনের বাইরে নিয়ে আসছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ধোঁয়া ভবনের ভেতরে ছড়িয়ে পড়েছে।

Link copied!