• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

আওয়ামী লীগের কার্যালয়ে আগুন


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ০২:১২ পিএম
আওয়ামী লীগের কার্যালয়ে আগুন

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অফিসের চেয়ার-টেবিল পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরের দিকে ডাকবাংলা বাজারে নারায়নপুর ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে।

সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মুন্সি জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে আওয়ামী লীগ, ও যুবলীগের কর্মীরা ওই অফিস থেকে দলীয় কার্যক্রম শেষ করে অফিস বন্ধ করে বাড়িতে চলে যান। বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের অফিসে আগুন দিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দীন আহম্মেদ বলেন, “বিএনপির কোনো নেতা-কর্মী এ ব্যাপারে কিছুই জানে না।”

আগুনে ৫টি কাঠের চেয়ার, ডেকোরেটরের চেয়ার ৯৫টি, প্লাস্টিকের চেয়ার ৩৫টি, ১০ বস্তা চাল, সিলিং ফ্যান তিনটি ও টেবিল পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা ফলের দোকানসহ তিনটি দোকানও পুড়ে গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কে বা কাহারা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!