মুন্সিগঞ্জের পারটেক্স কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৩:৩৫ পিএম
মুন্সিগঞ্জের পারটেক্স কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পারটেক্সের একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসিম জানান, জামালদি এলাকায় পারটেক্স কারখানায় অগ্নিকাণ্ডের খবর দুপুর ১টা ১১ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পাওয়ার ১১ মিনিটের মধ্যে সেখানে প্রথমে ৬টি এবং পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

তালহা বিন জসিম আরও জানান, ১০টি ইউনিটের মধ্যে রয়েছে গজারিয়া ফায়ার স্টেশনের ২টি, গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ২টি, সোনারগাঁও ফায়ার স্টেশনের ২টি,আদমজী ফায়ার স্টেশনের ২টি, ডেমরা ফায়ার স্টেশনের ২টি।

আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Link copied!