• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০, ২৯ শা'বান ১৪৪৬

চট্টগ্রামে ওমর আলী মার্কেটে আগুন


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০৩:৪০ পিএম
চট্টগ্রামে ওমর আলী মার্কেটে আগুন

চট্টগ্রাম নগরীর নতুন ফিশারিঘাটের চামড়ার গুদাম এলাকার ওমর আলী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে এ আগুনের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন, লামাবাজার স্টেশনের নয়টি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, ভোর পাঁচটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আবদুল মালেক বলেন, “প্রাথমিকভাবে আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে মার্কেটের সাতটি দোকান একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।”

Link copied!