• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ১১:৫৯ এএম
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

সাভারের আশুলিয়ার শ্রাবণী নিটওয়্যার নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের  আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়-ক্ষতি ও আগুনের সূত্রপাতের বিষয়টি ফায়ার সার্ভিসের দায়িত্বরত ব্যক্তিরা নিশ্চিত করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

ডিইপিজেড ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী বলেন, সকাল ৭টা ১৩ মিনিটে দিকে আশুলিয়ার কাঠগড়ার ওই কারখানায় আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের কাছে। পরে জিবারো মডার্ন ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর সাভার ফায়ার সার্ভিস ও ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তখন সাভার ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, বেলা ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কারখানা বন্ধ থাকায় প্রাথমিকভাবে কোনো হতাহত খবর পাওয়া যায়নি। এ ছাড়া কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয় বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।  

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!