বগুড়ায় জেলা প্রশাসক (ডিসি) অফিস ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক ভবনের পশ্চিম পাশের নিচতলায় রেকর্ড রুম সংলগ্ন বারান্দায় পরিত্যক্ত মালামালে আগুন লাগার ঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজবাউল করিম বলেন, ভবনের নিচতলার বারান্দায় পরিত্যক্ত পুরাতন কাগজপত্র রাখা হয়েছে। রাত সোয়া ৮টার দিকে সেখানে ধোঁয়া দেখতে পান কর্তব্যরত নৈশপ্রহরী। সঙ্গে সঙ্গে অফিসের কর্মচারীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে যে ডিসি অফিস চত্বরে হাঁটতে আসা লোকজনদের মধ্যে কেউ সিগারেটের শেষাংশ ছুড়ে ফেলে দিলে সেখান থেকে আগুনের সুত্রপাত হয়। এ ঘটনায় রোববার জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করে দেবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, আগুন লাগার ঘটনা অসাবধানবশত নাকি পরিকল্পিত সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কমিটি কাজ করবে।