• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামে আবার আগুন


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০৫:৩২ পিএম
চট্টগ্রামে আবার আগুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কয়েলের আগুনে প্রায় ১৮টি বসতঘর ও দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়াইব হোসেন মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিক খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিস দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সেখানে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মো. ইসলামের গোয়াল ঘরে লাগানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেই আগুন প্রতিবেশীদের ১৮টি ঘরে ছড়িয়ে পড়ে। এই ১৮টি বাড়িতে প্রায় ৪০-৫০ পরিবারের বসবাস ছিল।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক সুমন বলেন, ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই অনেকটা পুড়ে যায়। যেহেতু সবার বেঁড়া ও টিনের ঘর ছিল।

এর আগে, সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৫ মিনিটে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবস্থিত কারখানার চারটি গুদামের মধ্যে একটি আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও।

Link copied!