দিনাজপুর সদরে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে সাতজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪টি কোচিং সেন্টারের সাতজন পরিচালককে মোট ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনার সময় জেলা শহরের বিভিন্ন এলাকায় জয় প্রারাইভেট নামের একটি কোচিং সেন্টারকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে। একইভাবে অভিযান চালিয়ে রাফসান ম্যাথ অ্যান্ড ফিজিক্স কোচিংকে ১ হাজার, সবুজ প্রাইভেট কোচিংকে ৫০ হাজার এবং আমিরুল ম্যাথ কেয়ার কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বিভিন্ন এলাকায় কোচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু কোচিং সেন্টারগুলো নির্দেশনা অমান্য করায় ৪টি কোচিং সেন্টারের সাতজন পরিচালককে মোট ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।