• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৪ শা'বান ১৪৪৬

ফরিদপুরে ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০২:৫৭ পিএম
ফরিদপুরে ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে গুরুতর আহতদের এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেনের সভপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহম্মদ কামরুল হাসান মোল্যা। এসময় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন মাহমুদুল হাসান।

তারুণ্যের উৎসব উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানে জেলার ১০ জন গুরুতর আহত ছাত্র-জনতাকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে ফরিদপুর জেলায় ৭ জন শহীদ ও ১৪৭ জন আহতের তালিকা করা হয়েছে।

Link copied!