নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাট এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ পাইলট (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে মাদক, হত্যা এবং চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে।
শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের উকিল পাড়া এলাকায় ডিবির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ডিবি।
এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া পাইলট মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, গ্রেপ্তার পাইলট একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে মান্দা থানায় মাদক, হত্যা এবং চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার রুম থেকে ২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর তার নামে মান্দা থানায় মামলা করে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।