• ঢাকা
  • শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০, ৫ রমজান ১৪৪৫

অবশেষে সাদ্দাম গ্রেপ্তার


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৫:২৮ পিএম
অবশেষে সাদ্দাম গ্রেপ্তার

রংপুরে জেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে যৌথ বাহিনীর অভিযানে রংপুর মহানগরীর স্টেশন এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মুজিদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার পুত্রসহ ১২৮ জনকে আসামি করে গত বছরের ২৯ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা দায়ের করেন মুন্নার বাবা। সে মামলার আসামি সাদ্দাম। তথ্য-প্রযুক্তির সহযোগিতায় নগরীর স্টেশন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Link copied!