অবশেষে পদত্যাগ করলেন মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
রোববার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাসের কাছে পদত্যাগপত্রটি জমা দেন তিনি।
পদত্যাগপত্রে আবুল কালাম আজাদ লিখেছেন, পারিবারিক সমস্যার কারণে তিনি স্বেচ্ছায় আন্ডারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ৯ সেপ্টেম্বর (সোমবার) নারী কেলেংকারী, অনিয়ম, দুর্নীতির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগপত্র দাখিল করেন।
এ বিষয়ে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সংবাদ প্রকাশে প্রতিবেদন প্রকাশের পর জেলাজুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়।
ওই সময় শিক্ষার্থীরা জানিয়েছেন, একাধিক নারী কেলেংকারী, অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে। তাই শিক্ষার্থীদের এক দফা দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ।