ময়মনসিংহের গৌরীপুরে সাবরেজিস্ট্রি কার্যালয়ের একটি জীর্ণ স্থাপনার মাটির নিচ থেকে দুটি সিন্দুক পাওয়া গেছে। পাশাপাশি জায়গা থেকে দুটি লোহার সিন্দুক পাওয়ার খবরে চারদিকে হুলুস্থুল পড়ে যায়। মাটির নিচে পাওয়া সিন্দুক দুটিতে মূল্যবান কিছু থাকতে পারে, এমন কৌতূহলে সেখানে ভিড় করেন লোকজন। পরে হাতুড়ি ও শাবল দিয়ে দুটি সিন্দুক ভাঙা হয়। কিন্তু তাতে মূল্যবান কিছু পাওয়া যায়নি। পাওয়া গেছে কিছু কাগজ, দুটি চাবি ও অব্যবহৃত কয়েকটি সিল। সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা মো. হারুন মিয়া বলেন, ‘সাবরেজিস্ট্রি অফিসে মাটির নিচে সিন্দুক পাওয়া গেছে শুনে অনেকের মতো আমিও সেখানে যাই। সবাই ভেবেছিল মূল্যবান কিছু বের হতে পারে। কারণ, একসময় গৌরীপুর এলাকাটি জমিদার আর প্রভাবশালী ব্যক্তিদের দখলে ছিল। দুটি সিন্দুক ভেঙে অবশ্য মূল্যবান কিছুই পাওয়া যায়নি। কিন্তু মানুষের মধ্যে অনেক কৌতূহল ছিল সিন্দুক ঘিরে।’
বেলা একটার দিকে কিছু দূর মাটি খোঁড়ার পর কাছাকাছি দুটি স্থান থেকে একে একে দুটি সিন্দুক তুলে আনেন শ্রমিকেরা। পরে সাবরেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, দলিল লেখক সমিতির নেতারাসহ স্থানীয় মানুষের উপস্থিতিতে দুটি সিন্দুক হাতুড়ি ও শাবল দিয়ে ভাঙা হয়।