ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ১২টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ। এর ফলে দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারিজ এলাকা পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় পারাপারের জন্য শত শত বাস ও ট্রাক আটকে রয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।
মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “ঘন কুয়াশায় বুধবার ১২টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দিই। তবে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে কিছু ট্রাক আটকে আছে, বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলে মোট ১৭টি ফেরি থাকলে ১২টি ফেরি যাত্রীদের পারাপারে নিয়োজিত রয়েছে এবং তিনটি ফেরিঘাট ঘাট চালু আছে।”