টানা ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ থেকে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সোয়া ৯টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতে নৌ দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, রাত ৯টার দিকে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এতে করে দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বর্তমানে এ নৌপথে ছোট বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে। বলে জানান এই কর্মকর্তা।