• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০১:১৮ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ফেরি চলাচল। ছবি : সংগৃহীত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ৬টি ফেরি আটকা পড়েছিল। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, ফেরি বন্ধ থাকায় শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। চরম দুর্ভোগে পড়ে বয়স্কসহ শিশুরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন গণমাধ্যমকে জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে।

এর আগে ঘন কুয়াশার কারণে বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 

Link copied!