• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৯:৫৭ এএম
৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শ‌নিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে কুয়াশা কে‌টে গে‌লে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন ফেরি চলাচলের তথ্য নিশ্চিত করেছেন।

মো. সালাহউদ্দিন বলেন, শুক্রবার সন্ধ‌্যা থে‌কেই কুয়াশা পড়‌তে থা‌কে। রাত ১১টায় ঘনকুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তখন দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। শ‌নিবার সকাল ৮টার দিকে কুয়াশা কমলে ফে‌রি চলাচল শুরু হয়।

এদিকে, ফে‌রি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা প‌ড়ে। এরম‌ধ্যে পণ্যবাহী ট্রা‌কের সংখ‌্যাই বে‌শি। ৯ ঘণ্টা ঘাটে আটকে থেকে ভোগা‌ন্তির শিকার হয় চালক ও যাত্রীরা।

Link copied!