• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

ঘন কুয়াশায় দুই রুটে ফেরি চলাচল বন্ধ


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৮:২৯ এএম
ঘন কুয়াশায় দুই রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশা। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় মানিকগঞ্জে দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথেই ফেরি চলাচল শুরু করা হবে বলে জানিয়েছেন উপ-মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।

দুর্ঘটনা এড়াতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ভোর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে বুধবার সকাল ৬টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে গৌরি নামের একটি ফেরি আটকা পড়ে। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে ঘন কুয়াশার কারণে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

Link copied!