দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন।
মো. সালাহউদ্দিন বলেন, “ভোরের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিকনির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এ জন্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় এই নৌপথে ফেরি চলাচল শুরু হবে।”