• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২, ১০:১১ এএম
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধের সোয়া ৩ ঘণ্টা পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বলেন, “মধ্যরাত থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এতে নৌপথের দিকনির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। যে কারণে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরপর কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলে ১০টি ফেরি চলাচল করছে।”

Link copied!