• ঢাকা
  • রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে আটক


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৩:৫৬ পিএম
জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে আটক
নিহতের বাড়িতে স্বজনদের ভিড়। ছবি : সংগৃহীত

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মফিজুর শেখ (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। রোববার (১ ডিসেম্বর) মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বৃদ্ধের নাম সুরমান শেখ (৭৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, মফিজুর শেখ দীর্ঘ দিন ধরে নেশাগ্রস্ত। নানা সময় বাবাকে নেশার টাকার জন্য নির্যাতন করে আসছিলেন। গত কয়েক দিন আগে বাবা-ছেলের মধ্যে হাতাহাতি হয়। বাবাকে নিজের নামে জমি লিখে দিতে বলেন ছেলে মফিজুর। এতে বাবা অস্বীকৃতি জানালে মফিজুর আজ সকাল সাড়ে ৯টার দিকে একটি ধারাল ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর মাদকাসক্ত মফিজুরকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি মফিজুর নেশাগ্রস্ত। বিভিন্ন সময় তার বাবার কাছে নেশার টাকার জন্য হুমকি দিত এবং মারধর করত। অভিযুক্ত ছেলেকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।”

Link copied!