মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন– হরিরামপুর উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে পারভেজ হোসেন সুমন (৩০) এবং একই এলাকার শহীদ বেপারীর ছেলে আলীম (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বিল্লাল হোসেনের স্কুলপড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন সুমন শেখ। বিল্লাল হোসেন এর প্রতিবাদ করেন। একপর্যায়ে সুমন মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ২ নভেম্বর রাতে আসামিরা মাচাইন বাজার এলাকায় বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করেন।
পরে মধ্যরাতে রাস্তার পাশে ইছামতি নদীপাড়ে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর দীর্ঘ সময় মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।