• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

কক্সবাজারে ছেলের হাতে বাবা খুন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৮:৪৩ এএম
কক্সবাজারে ছেলের হাতে বাবা খুন

কক্সবাজারে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ছেলের মারধরে বাবা খুন হয়েছেন। নিহত মোহাম্মদ আলম (৬২) ওই  ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা।

রোববার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. শহিদুল্লাহ (৩০) একজন মাদকাসক্ত। তিনি প্রতিদিনই মাদকদ্রব্য সেবন করে বাড়িতে এসে অকথ্য ভাষায় সবাইকে গালিগালাজ করেন। রোববার যথারীতি বাড়িতে এসে গালমন্দ শুরু করলে তার বাবা আলম প্রতিবাদ করলে, আলমের ওপর চড়াও হন। একপর্যায়ে কিল-ঘুষি ও লাথি মারে। এতে চরমভাবে আহত হন আলম। এরপর পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশিরা গুরুতর আহত অবস্থায় তাকে চেইন্দা মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক মোহাম্মদ শহিদুল্লাহর (৩০) বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন। 

Link copied!