• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

মেয়েকে নিয়ে বাসায় ফেরা হলো না বাবার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০১:২৮ পিএম
মেয়েকে নিয়ে বাসায় ফেরা হলো না বাবার
পুরনজিত মহালদার

মেয়েকে স্কুল থেকে আনতে বের হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার। কিন্তু মেয়েকে নিয়ে আর বাসায় ফেরা হয়নি তার। পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুরনজিতের মৃত্যু হয়।  এর আগে  সোমবার বেলা আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার সোমবার সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে রাত ২টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলা বিভাগের কয়েক শিক্ষার্থী বলেন, গতকাল দুপুরে মেয়েকে স্কুল থেকে আনতে যান পুরনজিত। পথে রাজশাহীর বারো রাস্তার মোড় এলাকায় বালুর সঙ্গে স্লিপ খেয়ে মোটরসাইকেল থেকে তিনি সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।

তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার উদ্দেশে রওনা দেন স্বজনেরা। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

Link copied!