• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেখ হাসিনার গুম, খুন ও নির্যাতনের ছবি নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৫:০৬ পিএম
শেখ হাসিনার গুম, খুন ও নির্যাতনের ছবি নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতাকর্মীদের নানা অপকর্ম, গুম, খুন ও নির্মম নির্যাতনের তিন শতাধিক আলোকচিত্র নিয়ে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’ করেছে বিএনপি।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পযর্ন্ত ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  

এ সময় প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট দোসরদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।

শেখ হাসিনার পতনের দুই মাস উপলক্ষে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানে মানুষ হত্যাসহ পৈশাচিক চিত্রের মাধ্যমে এই প্রদর্শনী করা হয়।

প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক নেতারা অংশ নেন। এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, এ কে এম মাহাবুবুল আলম, বিএনপি নেতা শরাফ উদ্দিন কোহিনুর, হেলাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল হক, যুবদল নেতা রোকনুজ্জামান সরকার রোকন, দিদারুল ইসলাম রাজু, কথাশিল্পী সালিম হাসান, কবি এহসান হাবীব, স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল আমিন খসরু, আমিনুল ইসলাম ফয়সাল, সোহেল খান, জিএস মাহাবুব, ছাত্রদল নেতা নিহাদ সালমান ডুনন, রায়হান শরীফ হলুদ, প্রভাষক সাঈদ ইসলাম, প্রকৌশলী জহিরুল হাসান, ব্যবসায়ী নেতা তৌহিদুজ্জামান ছোটনসহ আরও অনেকে।   

Link copied!