• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষকরা কারও হাতের পুতুল নয় : বাণিজ্যমন্ত্রী


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০৬:৪৪ পিএম
কৃষকরা কারও হাতের পুতুল নয় : বাণিজ্যমন্ত্রী

কৃষকরা কারও হাতের পুতুল নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আমাদের কৃষকরা কারও হাতের পুতুল নয়। এক সময় এদেশের মানুষ নীল চাষ করে বৃটিশদের কাছে বঞ্চিত হয়েছে। একইভাবে চা চাষ করে কারখানা মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হবে, এটা হবে না।”

কারখানা মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, “চা চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না। শ্রীমঙ্গলে চায়ের অকশন মার্কেট হতে সময় লেগেছে একশ বছর আর পঞ্চগড় সেটা পেয়েছে মাত্র ২০ বছরে।”

মন্ত্রী আরেও বলেন, “চা কারখানা আছে বলে কারখানা মালিকপক্ষ চাষিদের ঠকিয়ে সুবিধা নেবে এটা আমরা করতে দেব না।”

এ সময় রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোজাহারুল হক প্রধান, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ চা চাষিরা উপস্থিত ছিলেন।

Link copied!