• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষকের


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৪, ০৮:২৪ এএম
ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষকের
হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছুরিকাঘাতে হতাহতদের স্বজনেরা। ছবি: সংগৃহীত

খুলনার ফুলতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে মুজিবুর রহমান নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রী তাসলিমা বেগম পুষ্প ও ছেলে হাফেজ শেখ মিরাজ হোসেন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

হাসপাতালের আসা হতাহতদের স্বজনেরা জানান, ওই এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে শেখ কুতুব উদ্দিন বুধবার রাতে দা দিয়ে তার চাচা মুজিবুর রহমানকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঠেকাতে গিয়ে মুজিবুরের স্ত্রী তাসলিমা বেগম পুষ্প ও ছেলে হাফেজ শেখ মিরাজ হোসেন আহত হন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর হামলাকারী আশরাফুল ইসলাম কুতুব দ্রুত পালিয়ে যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মসিউর রহমান জানান, হতাহতদের হাতে, গলায়, মাথায়সহ বিভিন্ন স্থানে গুরুতর ধারালো অস্ত্রের আঘাত আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

ওসি মো. রফিকুল ইসলাম বলেন, অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Link copied!