জীবিত রাসেলস ভাইপারকে নিয়ে প্রেসক্লাবে চলে এলেন কৃষক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৯:৫৫ এএম
জীবিত রাসেলস ভাইপারকে নিয়ে প্রেসক্লাবে চলে এলেন কৃষক
ছবি : সংগৃহীত

জীবিত রাসেলস ভাইপার নিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এলেন রেজাউল খান (৩২) নামের এক কৃষক। শনিবার (২২ জুন) সন্ধ্যায় ‌তিনি ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে ওই জীবিত রাসেল ভাইপারটি দেখান। 
রেজাউল সাংবাদিকদের বলেন, শনিবার (২২ জুন) বিকেলে আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার ফসলি জমিতে চাষ করার সময় ওই রাসেল ভাইপারটিকে দেখতে পান। পরবর্তী সময়ে স্থানীয় জনগণের সহায়তায় সাপটিকে অ্যালুমিনিয়ামের পাতিলে ভরে ফেলেন।‌ এ সময় প্লাস্টিকের নেটের আবরণ দিয়ে ওই পাতিলের  তার মুখ বন্ধ করে দেন‌।
এ সময় প্রেসক্লাবের সদস্যরা ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনুসহ স্থানীয় ‌লোকজন ‌উপস্থিত ছিলেন।

সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া নামের বিষধর সাপ। বিশেষ করে গ্রামগঞ্জে এর আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়েছে। এটি সবচেয়ে বিষধর সাপগুলোর অন্যতম।

Link copied!