গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ১০:২৪ এএম
গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে আকুবর সর্দার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালের দিকে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী মাঠে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো. মিজানুর রহমান মিনা বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আকুবর সর্দারের চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে আকুবর সর্দার বাড়ি থেকে বের হয়ে মাঠে গরু চরাতে যান। পরে বিকেলের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে বৃষ্টি থেকে বাঁচতে তিনি মাঠের পাশে তালগাছের নিচে আশ্রয় নেন। এরপর বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে আকুবর সর্দার ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারকে জানালে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমি অবগত নই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম খোঁজ নিয়ে দেখছি।

Link copied!