• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অটোরিকশা-ট্রলির সংঘর্ষে কৃষকের মৃত্যু


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ০৬:০৫ পিএম
অটোরিকশা-ট্রলির সংঘর্ষে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে মাহালম হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে তাড়াশ উপজেলার বারুহাস-রানীরহাট আঞ্চলিক সড়কের সান্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মাহালম হোসেন তাড়াশ উপজেলার সান্দ্রা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক জানান, সকালে কৃষক মাহালম হোসেন বাজার করার জন্য বাড়ি থেকে অটোরিকশা করে বারুহাস বাজারে আসছিলেন। পথিমধ্যে সান্দ্রা এলাকায় একটি দ্রুতগামী ট্রলির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাহালম হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!