• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৩:৩২ পিএম
ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিছির আলী (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জয়শ্রী ইউনিয়নের লক্ষলখলা গ্রামের মৃত আক্কল আলীর ছেলে।

সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে লক্ষলখলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার জয়শ্রী ইউনিয়নের লক্ষলখলা গ্রামে মিছির আলী তার নিজ ঘরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!