• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

শীতে কাঁপছে ফরিদপুর, দেখা মিলছে না সূর্যের


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০১:১৪ পিএম
শীতে কাঁপছে ফরিদপুর, দেখা মিলছে না সূর্যের

কুয়াশার আবরণে ঢাকা পড়েছে দক্ষিণের কৃষিপ্রধান জেলা ফরিদপুর। শৈত্যপ্রবাহ না হলেও ঝিরিঝিরি হিম হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার প্রতিটি জনপদ।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবারের মতো কুয়াশার চাদরে তেমন ঢাকা নেই এ জেলা। তবে হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে বাতাসে ঝরাচ্ছে কনকনে তীব্র শীত। পৌষের মাঝামাঝিতে এমন শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।

ফরিদপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফরিদপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার দিনের তাপমাত্রায় রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বৃহস্পতিবার দিনভর অনেকটা কুয়াশার আবরণে ঢাকা থাকায় দেখা যায়নি সূর্যের মুখ। উত্তরের হিমেল বাতাসে কনকনে শীতে কেঁপেছে জনপদের মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে নিম্নবিত্ত, হতদরিদ্র ও অসহায় শ্রেণির সাধারণ মানুষ।

শীতের মাত্রা বেড়ে যাওয়ায় ফরিদপুর শহরের ফুটপাতসহ হাটবাজারে বসা ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষদের ভিড় দেখা গেছে। তবে ফুটপাতের দোকানগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শীতের কাপড়। অনেকে টাকার অভাবে কিনতে পারছেন না পরিবারের জন্য শীতের কাপড়। বাড়িতে ও শহরে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।

শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের পরিমাণ। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

ফরিদপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, “শুক্রবার সকালে ফরিদপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ ও মৌসুমি বায়ু কিছুটা নিষ্ক্রিয়তা থাকার কারণে তাপমাত্রা একটু বেশি। তবে বৃহস্পতিবার এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা কমে আসা ও বাতাসের আর্দ্রতা ৯৯ ভাগ হওয়ায় শীতের প্রকোপ বেড়েছে।”

এ শীতের প্রকোপ এ মাসের ৮-৯ তারিখ পর্যন্ত থাকতে পারে। এরপর বৃষ্টি ঝরিয়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানান এ আবহাওয়া কর্মকর্তা।

Link copied!